টাঙ্গাইলে পুলিশি বাধায় বিএনপির শোকর্যালি পণ্ড


আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলা বিএনপির শোকর্যালি পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে। দেশের কয়েকটি এলাকায় বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে সোমবার (১০ অক্টোবর) জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই শোকর্যালির আয়োজন করে।
বিএনপি নেতাকর্মীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে শোকর্যালি বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে নেতাকর্মীরা শহরের পশ্চিম আকুর টাকুরপাড়া এলাকায় গিয়ে শোকর্যালির আয়োজন করে। শোকর্যালি নিয়ে নেতাকর্মীরা পশ্চিম আকুর টাকুরপাড়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক হাসনুজ্জামিল শাহীন, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আজগর আলী, জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক হাদিউজ্জামান সোহেল, সদস্য সচিব আব্দুর রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।