ঢাকা, শনিবার, ১০ই জুন ২০২৩ ইং | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

টাঙ্গাইলে প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার

আ:রশিদ তালুকদার,টাঙ্গাইল প্রতিনিধি: আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে টাঙ্গাইল জেলা বিএনপির প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, নাগরপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ, টাঙ্গাইল পৌর বিএনপির ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, জেলা যুবদল নেতা হেলাল, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ, বাসাইলের আমিনুরসহ ১২ নেতাকর্মী।মঙ্গলবার (২২ নভেম্বর) টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেহানুল বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করে। মঙ্গলবার গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।এরআগে সোমবার (২১ নভেম্বর) বিকালে টাঙ্গাইল পৌর শহরের ফুলি কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, প্রধান বক্তা ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ও বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির।এছাড়াও সভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় জেলা বিএনপির ২৩টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র নেতা, যুবদল, ছাত্রদলসহ এর বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল গ্রেফতারের বিষয়ে জানান, ১০ ডিসেম্বরের ঢাকার গণসমাবেশ বানচাল করতে সরকারের মদদে এই গ্রেফতার অভিযান পরিচালনা করছে পুলিশ। এ কারণে শান্তিপূর্ণ প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে ওই নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এটি খুবই দুঃখজনক।তিনি আরও বলেন, এরই জের ধরে নাগরপুর ও কালিহাতির নেতাকর্মীদেরও গ্রেফতার করা হয়। গ্রেফতারের ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মীদের ঢাকার গণসমাবেশে যাওয়া ফিরিয়ে রাখা যাবে না। টাঙ্গাইল থেকে কমপক্ষে ২৫ হাজার নেতাকর্মী ঢাকার গণসমাবেশে যাবে

You must be Logged in to post comment.

বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুদ্ধ-১৭) উদ্বোধন     |     মেহেরপুরে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান     |     রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত     |     মেহেরপুরের বাড়াদি বীজ উৎপাদন খামার কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন     |     ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১     |     ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটো চালক নিহত     |     কাগজে-কলমে পাঠাগার দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ      |     সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার     |     নবাবগঞ্জে শিক্ষার্থীর ব্যতিক্রমী জন্মদিন পালন      |     ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সমাবেশ     |