ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিশ্ব মশা দিবসে ডেঙ্গুজ্বরে দুই গৃহবধূর মৃত্যু

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বিশ্ব মশা দিবসে রোববার(২০আগস্ট) মির্জাপুরের কুমুদিনী হামপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেছেন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হচ্ছেন- দেলদুয়ার উপজেলার পাচুরিয়া গ্রামের গৃহবধূ লাভলী আক্তার(৩৮) ও একই উপজেলার দেলুয়াখাদি গ্রামের গৃহবধূ রেজিয়া বেগম(৪০)। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তারা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুজ্বরে এ পর্যন্ত মোট চার জন মৃত্যুবরণ করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৩ জন, নাগরপুরে ৬ জন, সখীপুরে ৩ জন, মির্জাপুরে ৮ জন, মধুপুরে ২ জন, গোপালপুরে ৩ জন এবং ধনবাড়ী উপজেলায় ৭ জন রয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুই গৃহবধূ মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুজ্বরে এ পর্যন্ত মোট চার জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা মোট এক হাজার ২৬৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৪১ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন মোট এক হাজার ১৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন রোগী।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |