ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ব্যতিক্রমী হোটেলে মাত্র ১০ টাকায় খাবার

আ:রশিদ তালুকদার,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন সুবিধাবঞ্চিতদের জন্য চালু করেছে ১০ টাকার হোটেল। ব্যতিক্রমী এ হোটেলে মাত্র ১০ টাকায় ডিম খিচুড়ি বা মুরগি খিচুড়ি বা মুরগি ভাত খেতে পারবেন সুবিধাবঞ্চিত মানুষেরা। টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালীতে সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক যোগানের জন্য প্রতিষ্ঠিত ক্যাফে ৭১ রেস্টুরেন্টে এই ১০ টাকার হোটেল চালু করা হয়েছে। প্রথম দিনেই ১০ টাকায় পেট পুরে খেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা।হোটেলে খেতে আসা দিনমজুর হাবিবুল্লাহ জানান, বাইরে এ খাবার খেতে ৫০-১০০ টাকা লাগত আর এখানে মাত্র ১০ টাকায় খেতে পারছি।রিকশাচালক কাশেম মিয়া বলেন, দামি হোটেলে বসে ভালোমন্দ খাওয়ার ভাগ্য হয় না। আজ এখানে খেয়ে খুব ভালো লাগছে।

১০ টাকার হোটেলের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, আর্থিক সংকটে সুবিধাবঞ্চিত মানুষেরা রেস্টুরেন্টে বসে খেতে পারেন না বা লজ্জায় যান না। তাদের জন্যই আমাদের এ উদ্যোগ। ভর্তুকি দিয়ে নামমাত্র মূল্যে আমরা খাবারের ব্যবস্থা করেছি। সমাজের বিত্তবান মানুষেরা সহযোগিতার হাত বাড়ালে নিয়মিতই এমন আয়োজন করব। আপাতত সপ্তাহে একদিন প্রতি সোমবার এই হোটেল চালু থাকবে।১০ টাকার হোটেলে বিনামূল্যে কাজ করছেন আবইয়াজ সাইফ, আহসান খান মিলন, রাইয়ান, রাদিত আহম্মেদসহ সাতজন স্বেচ্ছাসেবী।স্বেচ্ছাসেবী রাদিত আহম্মেদ বলেন, এ আয়োজনে সম্পৃক্ত হতে পেরে এবং নিজ হাতে খাবার সরবরাহ করে আমি খুবই আনন্দিত।

হোটেলের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক আবইয়াজ সাইফ বলেন, নিজেরাই রান্না করে আমরা খাবার প্রস্তুত করেছি। আপাতত তিনটি মেন্যু থাকলেও ভবিষ্যতে আরো আইটেম যুক্ত করা হবে। প্রথম দিন প্রায় একশ নিম্ন আয়ের মানুষ এ হোটেলে খাবার গ্রহণ করেছেন।হোটেলের তত্ত্বাবধায়ক এনামুল হাসান জানান, সারাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের এ হোটেল চালুর পরিকল্পনা রয়েছে।

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |