টাঙ্গাইলে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ


আ. রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভ‚ঞাপুরে যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ভ‚ঞাপুর-বঙ্গবন্ধুসেতু পূর্ব সড়ক দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯ টায় উপজেলার ভাঙন কবলিত চিতুলিয়াপাড়া গ্রামের শত শত মানুষ এ অবরোধ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে যথাসাধ্য ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
যমুনার ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা পূর্ব পাড়ের শত শত মানুষ। চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে বসত ভিটা, ফসলি জমি সহ নানা স্থাপনা। গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পাড়া গ্রামের অর্ধ শতাধিক বসতভিটা যমুনার ভাঙনে ইতমধ্যেই বিলীন হয়ে গেছে। এ গ্রামে ভাঙন অব্যাহত রয়েছে। নতুন করে ভাঙন দেখা দিয়েছে পার্শবর্তী পাটিতা পাড়া, মাটিকাটা, কোনাবাড়ি ও নলছিয়া গ্রামে। ভাঙন রোধে জেলা পানি উন্নয়ন বোর্ড চিতুলিয়া পাড়া গ্রামে কিছু জিও ব্যাগ ফেললেও তা কোন কাজেই আসছেনা। ভাঙন কবলিত গ্রামের মানুষ ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবি জানিয়েছে।
চিতুলিয়া পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন,শুঙ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড কোন ব্যবস্থা গ্রহন করেনি। আমাদের গ্রামের অর্ধ শতাধিক পরিবার নদী ভাঙনের সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এখনও ভাঙন চলছে। নামে মাত্র জিও ব্যাগ ফেললেও তা কোন কাজেই আসছেনা। ভাঙন রোধে আমরা স্থায়ী বাঁধ চাই।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন বলেন, ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবিতে এলাকাবাসি সড়ক অবরোধ করেছিল। উদ্ধর্¦তনকর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ভূঞাপুরের যমুনা পূর্ব পাড়ের চিতুলিয়া পাড়া অংশে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। আশা করছি ভাঙনরোধ করা সম্ভব হবে।
আব্দুর রাজ্জাক