ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ভূমিহীন পরিবারকে উচ্ছেদের হুমকি বসত ঘরে তালা

রবিউল আলম বাদল ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : যার কোথাও পা রাখার জায়গা নাই। বসবাস করেন বনবিভাগের দুই শতক জমির উপর। জীবন যাপন করেন দিনমজুর ও চা বিক্রি করে। তার বসতঘর ভেঙ্গে উচ্ছেদের হুমকি দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন এলাকার প্রভাবশালী আজর আলী, জবেদ আলী ও লুৎফর গংরা। তাদের বাড়ি ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে। তারা ভবানীপুর তেতুলতলা গ্রামের মৃত আঃ বাছেদের ছেলে। এ বিষয়ে ভূক্তভোগী হাসমত আলী বাদী হয়ে ৮ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর (ভবানীপুর তেতুলতলা) গ্রামের মৃত-আঃ বাছেদ এলাকায় ধনাঢ্য ব্যক্তি ছিল। তার ৫ ছেলে সকলেই ধনাঢ্য ব্যক্তি ও সুবিধাবাদী দলের লোক বলে জানা যায়। তার দুই ছেলে আজগর আলী ও লুৎফর রহমান ধলাপাড়া বীট অফিসের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত। তারা গরিবদের বঞ্চিত করে এলাকার প্রায় সকল প্লটের জমি নিজেদের নামে বরাদ্দ নিয়ে প্লটের গাছ কেটে একাধিক ঘর সাজিয়েছেন। উক্ত অভিযোগে তদন্ত গেলে লুৎফর রহমান বন বিভাগের বাইক নিয়ে তাকে ঘটনাস্থলে হাজির হতে দেখা যায়। জানা যায় তারা বনের সকল বিষয়েই হর্তাকর্তা।

লিখিত অভিযোগ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ধলাপাড়া বীটের আওতাধীন রামদেবপুর মৌজায় এলাকার প্রভাবশালী ও ধর্নাঢ্য ব্যক্তি আজগর আলী জাবেদ আলী গংরা বনের এলাকার প্রায় সকল জমি প্লটের নামে বরাদ্দ নিয়ে ৯১ সাল থেকে একটানা ভোগদখল করে আসছেন। তাদের একক দখল বলবৎ রাখতে সুকৌশলে একই গ্রামের ভূমিহীন পরিবার হাসমত আলীকে বনের দুইশতক জমিতে নিজেরা ঘর তুলে সাড়ে চৌদ্দ হাজার টাকার বিনিময়ে তাকে থাকতে দেয়। পরে ঐ ভূমিহীন হাসমত আলী ঐ ঘরের অর্ধেকের মধ্যে চায়ের দোকান, অবশিষ্ট অর্ধেকের মধ্যে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছেন। জাবেদ আলী নিজেও বনের জমিতে পাকা ঘর তৈরি করে ব্যবসা করে আসছেন। বর্তমানে ঐ জমির বেশি চাহিদা হওয়ায় ভূমিহীন পরিবার হাসমত আলীকে ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্র চলে যাওয়ার ৭ দিনের সময় বেধে দেয়। কিন্তু হাসমত আলী না যাওয়ায় তারা জোরপূর্বক ঘরে তালা লাগিয়ে দেয়।

এ বিষয়ে ধলাপাড়া বীট কর্মকর্তা আইয়ুব বলেন কাউকে উচ্ছেদ করার অধিকার তাদের নাই, আমি আগামীকাল গিয়ে বিষয়টি আমি দেখতেছি।

এ বিষয়ে ধলাপাড়া রেঞ্চ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে আমি এখনো জানিনা তবে বিষয়টি নিষ্পত্তির জন্য বীট কর্মকর্তাকে বলে দিব।

অভিযোগের বিষয়ে ঘাটাইল উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান বলেন আমি অভিযোগ দেওয়ার বিষয়ে আমি এখনো অবগত নই। এখন জানলাম প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |