টাঙ্গাইলে মামাকে হত্যা আত্মগোপনে থেকেও রক্ষা পেল না দুই ভাগিনা


আ:রশিদ তালুকদার,টাঙ্গাইল প্রতিনিধি: ক্যারাম খেলার জেরে টাঙ্গাইলের মধুপুরে আব্দুল জলিল (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে আটক করেছে টাঙ্গাইলের র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা। দুই আসামি হলেন- উপজেলার সোলাকুড়ি (গিলাগাইছা) গ্রামের সাখাওয়াত হোসেনের সিহাদ মিয়া (২৩) ও নোমান (২৫)।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে র্যাব-১৪, সিপিসি-৩ এর সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার রাতে জেলার কালিহাতি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত দুই ভাই মামা-ভাগ্নের সম্পর্ক।র্যাব-১৪ জানায়, উপজেলার সোলাকুড়ি (গিলাগাইছা) গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে চাঞ্চল্যকর আব্দুল জলিল হত্যা মামলায় আত্মগোপনে থাকা অভিযুক্ত আপন দুই ভাই আসামি সিহাদ মিয়া ও নোমানকে মঙ্গলবার রাতে কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা আটক করা হয়। পরে বুধবার তাদেরকে মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মধুপুর থানার (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা ফখরুল জানান, হত্যাকান্ডের পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। র্যাব অভিযান চালিয়ে তাদের আটকের পর থানায় হস্তান্তর করে। তারা হত্যার বিষয়টি শিকার করেছে। আরও জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, ১৫ এপ্রিল উপজেলার হরিণধারা বাজারে ক্যারাম খেলাকে কেন্দ্র করে আব্দুল জলিলের সাথে অভিযুক্ত সিহাদ মিয়া ও নোমানের তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনায় ইফতারের আগে ছুরি দিয়ে জলিলকে হত্যা করে। পরে জলিলের ছোট ভাই মো. খলিলুর রহমান বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।#