ঢাকা, সোমবার, ২৯শে মে ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

টাঙ্গাইলে যৌন নিগ্রহের মামলায় আ’লীগ নেতা বড়মনির জামিন নামঞ্জুর

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে এক কিশোরীর দায়েরকৃত যৌন নিগ্রহের মামলায় শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার(২১ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের পক্ষে-বিপক্ষে শুনানী শেষে বিচারক শেখ আব্দুল আহাদ তার জামিন আবেদন না মঞ্জুর করেন। আদালতের সরকারি কৌঁশুলী এস আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি কৌঁশুলী এস আকবর খান জানান, এ মামলায় গত সোমবার(১৫ মে) বড়মনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার(২১ মে) টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতে মিসকেস করে গোলাম কিবরিয়া বড় মনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক শেখ আব্দুল আহাদ তার জামিন আবেদন না মঞ্জুর করেন।
এস আকবর খান আরও জানান, ওই মামলার অপর অভিযুক্ত গোলাম কিবরিয়া বড়মনির স্ত্রী নিগার আফতাব গত বুধবার(১৭ মে) আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক মাহবুবুর রহমান আগামি ২৪ মে(বুধবার) তার জামিন শুনানীর তারিখ ধার্য করেছেন।
অভিযুক্ত গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বড় ভাই ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব।
এদিকে, গত ১৫ মে মামলার মূল অভিযুক্ত গোলাম কিবরিয়া বড় মনির জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারে নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জেলা কারাগারের তত্ত্বাবধানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রকাশ, গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়া বড়মনির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও মারধর ও যৌন নিগ্রহে সহযোগিতা করার জন্য আসামি করা হয়।

You must be Logged in to post comment.

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন।     |     সুন্দরগঞ্জে সীল সম্বলতি ১’শ ব্যালট উদ্ধার     |     গাংনীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত     |     লালমনিরহাটে হোটেলের খাবার খেয়ে অসুস্থ ২০     |     আওয়ামী লীগ নেতার মিল চাতাল দখলের অভিযোগ     |     রূপসায় আলাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক — শিক্ষার্থী ভুগছে  নিরাপত্তা হীনতায়    কর্তৃপক্ষের  হস্তক্ষেপ কামনা এলাকাবাসির     |     টাঙ্গাইলে মাছের দোকান ভাগাভাগি নিয়ে খুন হন ব্যবসায়ী বাপ্পী     |     টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপিত     |     বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক অনুষ্ঠান উপলক্ষে পঞ্চগড়ে রক্তদান ও চিকিৎসা ক্যাম্প     |     ঝিকরগাছায় ম্যানেজ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক হয়েছেন আনারুল ইসলাম     |