টাঙ্গাইলে রাষ্ট্রকে বঞ্চিত করে অর্থ হাতিয়ে নিচ্ছে সাদিক বেডিং স্টোর


আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইলঃটাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার ইছাপুর পেট্রোল পাম্প ও রাজাবাড়ি পাওয়ার হাউজের মধ্যবর্তী স্থানে সড়ক ও জনপথের রাস্তা দখল করে গড়ে তুলেছে সাদিক বেডিং নিজস্ব নাম দিয়ে কারখান। স্থানীয়রা জানান মোঃ সাদিক ছুনটিয়া গ্রামের বাসিন্দা।
ইছাপুর সড়ক ও জনপথের রাস্তায় দখল করে ৫টি ঘর তৈরি করে বেডিং কারখানা স্থাপনসহ বাকি ঘর ভাড়া দিয়েছেন তিনি। সওজের রাস্তায় কারখানার বর্জ্য ফেলার কারনে দূষণসহ পরিবেশের ক্ষতি হচ্ছে।
বাংলাদেশ সরকারের নিজেস্ব সম্পত্তি ব্যাবহার করে, রাষ্ট্রকে বঞ্চিত করে এখানে তৈরিকৃত ব্যাবহার্য্য বিভিন্ন বেডিং সামগ্রী দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাদিক।
তবে সরেজমিনে জানা যায়, বেডিং কারখানাটির সরকারি ছাড়ের বা বৈধ্য কাগজ-পত্র ও সাইনবোর্ড না থাকলেও তা সাদিক বেডিং এক নামে দুটি প্রতিষ্ঠান চালাচ্ছেন ঐ ব্যাক্তি। যার একটি কালিহাতির ইছাপুর ও এলেঙ্গা পৌর শহরের বাসস্টপ এরিয়ায়।
প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক বৈধ্যতা এবং সওজ এর রাস্তা বেদখলের বিষয়টি সম্পর্কে মোঃ সাদিক তালুকদার এর নিকট জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন