টাঙ্গাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন


আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডের ঢাকা রোডের প্রতিষ্ঠানটির টাঙ্গাইল শাখা সংলগ্নে ঘটনাটি ঘটে।
ঢাকা মেট্রো-১৩ ৫৫ ৪৮ নম্বর কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনায় ৭০ শতাংশ মালামাল পুড়ে গেছে সুন্দরবন টাঙ্গাইল শাখাসূত্রে জানা গেছে। তবে সুন্দর বনকুরিয়ার সার্ভিসের টাঙ্গাইল শাখার কর্মকর্তারা কথাবলতে রাজিহননি।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিছ জানান, সকাল ৮.৪৫ মিনিটে খবর পেয়ে দ্রুতআমরাএসেআগুননিয়ন্ত্রণে আনি। কিকারণেআগুন লেগেছেতাএখনোবলাযাচ্ছে না