টাঙ্গাইলে সেচের মূল্য টাকায় পরিশোধের দাবিতে কৃষকদের মানববন্ধন


আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগমারী পাথাইলকান্দি গ্রামের ১৪ নম্বর গভীর নলকূপের নিয়ন্ত্রণাধীন শতাধিক বিঘা জমিতে সেচ প্রকল্পের নিয়মানুযায়ী সেচের মূল্য হিসেবে টাকার বিনিময়ে ধান চাষের দাবিতে মানববন্ধন কর্র্মসূচি পালন করেছে। শুক্রবার(২৭ জানুয়ারি) দুপুরে জমিতে দাঁড়িয়ে স্থানীয় শতাধিক কৃষক ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।
ইতোপূর্বে একই দাবিতে কৃষকরা কৃষি মন্ত্রণালয় ও জেলা-উপজেলা সেচ কমিটির কাছে লিখিত আবেদন করেছে। প্রতিকার না পেয়ে কৃষকরা শতাধিক বিঘা জমিতে ধান চাষ বন্ধ রেখেছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইলে জেলা কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হানিফ মন্ডল, কালিহাতী উপজেলা কৃৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শামীম তালুকদার, সল্লা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. আবুবকর সিদ্দিক, কৃষক মো. ইদ্রিস আলী তালুকদার, আ. সামাদ তালুকদার, মাসুদ তালুকদার, কাইয়ুম মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, সল্লা ইউনিয়নের কাগমারী পাথাইলকান্দি গ্রামের ১৪ নম্বর গভীর নলকূপের ম্যানেজার শাহআলম মন্ডল সেচ প্রকল্পের নিয়মানুযায়ী দেয় সেচের মূল্যের পরিবর্তে কৃষকদের কাছ থেকে উৎপাদিত ধানের এক চতুর্থাংশ জোর করে নিয়ে যাচ্ছেন। গত ৫-৬ বছর ধরে তারা উপজেলা সেচ কমিটির কাছে প্রতিকার চেয়েও পাননি। তারা অবিলম্বে ম্যানেজার শাহআলম ও স্থানীয় কৃষি উপ-সহকারী কর্মকর্তা সজিব হোসেনের প্রত্যাহার দাবি করেন