টাঙ্গাইল ঘাটাইলে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত


আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:গত শনিবার (১৫জুলাই) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় একযোগে“ ১দিনে ১লক্ষ” বিভিন্ন জাতের ফলদ বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় এ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত বৃক্ষরোপণ উৎসবে উপজেলা পরিষদ চত্বরে ও সন্ধানপুর কুশারিয়া গুচ্ছগ্রামে উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে বৃক্ষরোপণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু, পৌর সভার মেযর আব্দুর রশিদ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচও) মোঃ সাইফুর রহমান খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানাবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান হুমায়ন, জামুরিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, শহিদুল ইসলাম খান হেষ্টিংস, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বেলাল, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা,সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু,উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহানসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।