টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত


আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি:গত শনিবার (৮ জুলাই’২৩) টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির (জিএম কাদের) নবগঠিত কমিটি পরিচিতি সভা শহরের রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. রেজাউল করিম, সোহেল রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক, সহ-সভাপতি সৈয়দ সামছুদ্দোহা যুবরাজ, মাহমুদ হাসান অনোয়ার, তোফাজ্জল হোসেন মিয়া, ফারুকুল ইসলাম মান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মোল্লা, কবির হোসেন উজ্জ্বল, মাহবুব আলম খোকা, সহ-সাধারণ সম্পাদক মো. ওস্তাগীর হোসেন, সুজাত আলী, সাংগঠনিক সম্পাদক কায়ছার রেজভী রিপন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আ. হামিদ, জেলা ছাত্র সমাজের সভাপতি টিপু পোদ্দার প্রমুখ। এ সময় জাতীয় পার্টির জিএম কাদের গ্রæপের বিভিন্ন উপজেরা শাকার সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।