ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় ট্রাকের চাপায় শফিকুল আলম (৬০) নামে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে শহরের বাসষ্ট্যান্ড এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত শফিকুল আলম পৌর সদরের সাতখামার মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে পঞ্চগড় গামী একটি ট্রাক নিহতের ভ্যানে ধাক্কা দিলে, তিনি ট্রাকের চাকার নিচে পড়ে যায়। ট্রাকটি তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দূর্ঘটনার বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, ট্রাকের চাপায় ভ্যানচালক মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।