ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার দুপুরে নেকমরদের পশুর হাটে সামনে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী ও গরু-ছাগল ব্যবসায়ীরা৷
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পশুর হাটের ইজারাদারেরা ক্রেতাদের শোষণ করছেন৷ প্রতি গরুতে ২৩০ টাকা লেখাই নেওয়ার কথা থাকলে নেওয়া হয় ৪০০ টাকা, আর প্রতি ছাগলে ৯০ টাকা নেওয়ার কথা থাকলেও নেওয়া হয় ১৫০ টাকা৷ অবিলম্বে সরকারি নিয়ম অনুযায়ী লেখাই নেওয়ার পাশাপাশি অতিরিক্ত টোল আদায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা৷
এ বিষয়ে পশুর হাটের কোন ইজারাদার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি৷
অতিরিক্ত টোল আদায়ের বিষয়ট সম্পর্কে জানতে চাইলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন বলেন, অতিরিক্ত টোল আদায়ের কোন সুযোগ নেই৷ কেউ নিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |