ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপরে জেলার বালীয়াডাঙ্গী উপজেলার জমিরিয়া মাদরাসা মাঠে হুইল চেয়ার বিতরণ করেন ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি নামে একটি বেসরকারি সংস্থা।

ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের পরিচালনায়, প্রজেক্ট সমন্বয়ক মেজবাহুল হকের তত্বাবধানে ও আলহাজ্ব বাবর উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালীয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। আরো বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সমাজসেবক বেলাল উদ্দীন, ইউপি সদস্য মুক্তার হোসেন উপস্থিতি ছিলেন।

বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে খুশি শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিরা। সেই সাথে চলাফের সহজ হবে বলে জানান তাদের সাথে আসা স্বজনেরা।

প্রতিবন্ধী মিলির মা আমেনা খাতুন বলেন, অভাবের সংসার চালাইতে কষ্ট, হুইল চেয়ার কেনার মত কোন সামর্থ্য নাই। কোলে করে বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতাম। এখন হুইল চেয়ার পেলাম। কষ্টটা অনেকটা লাঘব হয়ে যাবে। যারা সহযোগিতা করলো আল্লাহ তাদের ভালো করবেন।

সংস্থাটির স্থানীয় প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় আজকে ৫০ জন শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হল। একজন শারীরিক ভাবে অক্ষম ব্যক্তির চলাফেরায় নানা জটিলতা দেখা যায়। আমরা সে কষ্টে খানিকটা স্বস্থি ফেরাতে এমন উদ্যোগ নিয়েছি। এ ছাড়াও শীতবস্ত্র বিতরণ, সেলাই মেশিন, অযুখানা স্থাপন, হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা সহ নানাবিধ কর্মসূচি পালন করে আসছি।

বালীয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, একজন শারীরিক অক্ষম মানুষকে নিয়ে তার পরিবারকে নানা সমস্যা পোহাতে হয়। তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কষ্টসাধ্য। সে সকল মানুষদের হুইল চেয়ার বিতরণ একটি মহান কাজ। আর এমন কাজে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি প্রশংসার দাবি রাখেন। সামনেও এমন মানবিক কাজ আরো হবে বলে আশা করছি।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |