ঠাকুরগাঁওয়ে এক অজ্ঞাতনামা রোগীকে নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ


মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে এক অজ্ঞাতনামা রোগীকে নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।পীরগঞ্জ পজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ০৬ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে পীরগঞ্জ ফায়ার সার্ভিস এর কয়েকজন কর্মী অজ্ঞাত অচেতন এক ব্যাক্তিকে রাস্তার পার্শ্বে পড়ে থাকা অবস্থায় গায়ে অসংখ্য ক্ষত চিহৃ দেখে সুচিকিৎসার জন্য পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কউরান। দীর্ঘ সময় তার যথাযথ চিকিৎসায় শরীরের বিভিন্ন ক্ষত ভাল হলেও মেরুদন্ডের হাড় ভেঙ্গে যাওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন। অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠন সহ কেউ তার খোঁজ খবরও নিচ্ছে না। বর্তমানে মানসিক ভারসম্যহীনতা ও কথা বুঝতে না পারায় তার স্বজনদের কোন সন্ধান পাওয়া সম্ভব হচ্ছে না। কয়েকজন রোগীর স্বজন জানান, লোকটি অনেক দিন ধরে এখানে আছে। তিনি চলাফেরা করতে না পারায় বিছার মধ্যেই মলমূত্র ত্যাগ করার ফলে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। বর্তমানে ঐ রোগীটি হাসপাতালের এক কোণায় মেঝেতে পড়ে রয়েছেন। ঐ রোগীর দেখ ভালের দায়িত্বে থাকা নার্স ইনচার্জ নাসরিন বেগম জানান, অজ্ঞাতনামা রোগীটি বর্তমানে কিছুটা সুস্থ্য রয়েছে আমরা তাকে যতœ সহকারে চিকিৎসা দিচ্ছি। মেরুদন্ডের হাড় ভেঙ্গে যাওয়ায় তার এখন উন্নত চিকিৎসা করা প্রয়োজন। কিন্তু তার কথা বুঝতে না পারায় তার স্বজনদের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বর্তমানে তাকে নিয়ে আমরা বিপাকে পড়েছি। এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবীর এর সাথে সরাসরি হাসপাতালে ও মোবাইল ফোনে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।