ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির দোয়া ও আলোচনা সভা


ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর জন্মদিন উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা, দোয়া ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শহরের জাতীয় পার্টির কার্যালয় হতে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফিসে আলোচনা সভা হয়।
এসময় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরীর সভাপতিত্বে আরো অনেকে বক্তব্য রাখেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এর সম্পর্কে এসময় বিশদ আলোচনা করা হয়। দলকে এগিয়ে নিয়ে যেতে এবং দলের কার্যক্রম আরো বেগবান করতে এসময় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক।
মিলাদ, দোয়া ও আলোচনা সভায় জেলা, উপজেলা, ছাত্র সমাজ, যুবসংহতী, শ্রমিক পাটি, সৈনিক পাটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।