ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুরের ঘটনায় নাসির ৩ দিনের রিমান্ডে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুরের ঘটনায় আটক নাসির উদ্দীন (২৮) এর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (০৯ জুলাই ) সকালে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে প্রেরণের পর তার ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে সকল পক্ষের শুনানি শেষে বিকাল ৪ টার দিকে নাসিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতের বিচারক এস. রমেশ কুমার ডাগা।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও কোর্টের পুলিশ উপ-পরিদর্শক ওয়াহেদ ইসলাম জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ এর ৩ ধারায়, পেনাল কোর্টের ১৮৬, ৩৩৩,৩৫৩ ৩০৭ ধারায় মামলা করা হয়েছে এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতের বিচারিক বিজ্ঞ বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত শনিবার (০৮ জুলাই ) সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসক কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ২য় তলার নির্মিত অদম্য মুজিব কর্নারসহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কক্ষের গ্লাস ও দরজা ভাঙচুর করে নাসির। এ সময় তাকে বাঁধা দিলে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মামুনুর রশিদ গুরুতর এবং নৈশ্য প্রহরী হরকান্ত বর্মণ সামান্য আহত হয়।

আটককৃত নাসির উদ্দীন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের সীমান্তবর্তী মারাধার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |