ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ডিসেমিনেশন সেমিনার অনুষ্ঠিত 

ঠাকুরগাঁও প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরী শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত অ্যাকসে„লারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (ASSET) প্রকল্প বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক ডিসিমিনেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম সেমিনারটি অনুষ্ঠিত হয়৷ এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সেমিনারের উদ্বোধন করে একটি র‍্যালী বের হয়৷ র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিডি হলে এসে শেষ হয়৷
এসময় জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ৷ আরো বিশেষ অতিথি হিসেবে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ,শিল্প কারখানার মালিক,সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, দেশে ও আন্তর্জাতিক শ্রম বাজারে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের যুব, শ্রমিক, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধা বঞ্চিত ব্যক্তিদের জন্য দক্ষত বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়কে ত্বরান্বিত করা৷

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |