ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশের প্রধান তিন দলের তিন তরুণ নেতা যৌথভাবে ঠাকুরগাঁওয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন করেছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও জেলার প্রচার সম্পাদক কোরবান আলী, ঠাকুরগাঁও জেলার জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ নাজমা পারভীন ও ঠাকুরগাঁও জেলার জাতীয় ছাত্রসমাজ সদস্য সচিব মোঃ আলমগীর হক এই সংবাদ সম্মেল আয়োজন করেন।
সোমবার সকালে প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এই তিনজন তরুন নেতা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ইয়ং লিডার ফেলোশীপ প্রোগ্রামের ২৩ তম ব্যাচের রাজনৈতিক ফেলো। ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় তারা এ ফেলোশীপ প্রোগ্রামে অংশ নেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা রাজনৈতিক নেতারা যদি মতাদর্শের পার্থক্যকে রাজনৈতিক গন্ডির মধ্যে সীমাবদ্ধ রেখে জনগণের কল্যাণে একত্রিত হয়ে কাজ করি তাহলে অনেক নাগরিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারি। তেমনি একটি সম্মিলিত উদ্দ্যোগে দীর্ঘ দিনের নাগরিক সমস্যার সমাধান হওয়ার বিষয়টি আপনদের সামনে তুলে ধরতে আজকের এ সংবাদ সম্মেল
উক্ত নাগরিক সমস্যা প্রথমে তারা তিনজন সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায় সংশ্লিষ্ট এলাকার ড্রেনগুলো ময়লা- আবর্জনাপূর্ণ দুর্গন্ধযুক্ত এবং কিছু কিছু ড্রেন ভেঙে পড়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং ড্রেনের পার্শ্ববর্তী রাস্তাগুলো জলাবন্ধতার কারণে ভেঙে গর্তের সৃষ্টি হচ্ছে। যাতে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ও পরিবেশ বিনষ্ট হচ্ছে। এমনকি বিশেষ প্রয়োজনে ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স ঠিকমত পৌঁছাতে পারছে না। স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও চাকুরীজীবীদের সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না। উক্ত ড্রেনগুলো থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। যার ফলে ডেঙ্গুসহ নানাবিধ রোগব্যাধি ছড়াচ্ছে। উক্ত পৌর এলাকার সরকারপাড়া, হাজীপাড়া, ঘোষপাড়া, টিকাপাড়া, গোয়ালপাড়া, আশ্রমপাড়া, ইসলামনগর, হলপাড়া ও বাজারপাড়া এসব এলাকার ড্রেনেজ ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনের জন্য সাধারণে জনগণের নিকট গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র গত ০৩/০৯/২০২৩ইং তারিখ পৌরসভার মেয়র বরাবরে জমা দেন। এর প্রেক্ষিতে পৌর মেয়র মহোদয় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
উক্ত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, তিন দলের নেতাকর্মীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |