ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে ২০২৩ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ধরা খেলেন এমবিবিএস ভূঁয়া ডাক্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ও এমডি করা ইন্টারনাল মেডিসিন ডিএম নিউরো সুপার স্পেশালিস্ট এবং জেনারেল মেডিসিন ও ব্রেইন স্পাইন নার্ভ বিশেষজ্ঞ ডাঃ শারিকুল ইসলাম নামে এক ভূঁয়া চিকিৎসককে আটক করেছে ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
শনিবার (০৬ মে) ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি হাসপাতাল “আমাদের হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” থেকে তাকে আটক করেন এবং আমাদের হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটিকে শীলগালা করেছেন প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, এই ভূঁয়া ডিগ্রী ধারি ডাঃ শারিকুল ইসলাম দীর্ঘদিন থেকে আমাদের হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা দিয়ে আসছিলেন।
ভূঁয়া ও বিনা অনুমতিতে ভারতীয় চিকিৎসক পরিচয়ে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের রোগীদের চিকিৎসা প্রদান করছেন এমন অভিযোগ পেয়ে হাসপাতালটিতে সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো. ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে এর আগেও আমরা দুই বার অভিযান পরিচালনা করেছি কিন্তু সংবাদ পেয়ে আমাদের আসার আগেই তিনি চলে গিয়েছিলেন। একই অভিযোগের প্রেক্ষিতে আবারও আজকে অভিযান পরিচালনা করি। এসময় আমরা তার কাগজ পত্র যাচাই বাছাই করি। তিনি আমাদের তার ভারতীয় কিছু সার্টিফিকেট, এমবিবিএস, এমডি ডিগ্রী ও একাডেমিক সার্টিফিকেট এসএসসি, এইচএসসি এবং ভারতের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়েছেন যা সব গুলোই ভূঁয়া ।,
তিনি আরও বলেন, ‘শারিকুল ইসলাম আদৌ কোন এসএসসি ও এইচএসসি পাশ করেননি। আমরা তার ভারতীয় পার্সপোর্ট জব্দ করেছি। এছাড়াও আমরা তার মোবাইল চেক করে জানতে পেরেছি তিনি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের নাগরিক। তিনি এটাও স্বীকার করেছেন যে বাংলাদেশের ও ভারতেরও নাগরিক। অর্থাৎ তিনি দ্বৈত নাগরিক।,
এসময় হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। তাই তাদের কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে তাদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামছুজ্জামান আসিফ বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূঁয়া ডাঃ শারিকুল ইসলামকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও একলক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও আমাদের হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটিকে শীলগালা করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।,

You must be Logged in to post comment.

মাদারীপুরে জঙ্গল থেকে হিন্দু মহিলার মরদেহ উদ্ধার     |     রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা      |     কেজি দরে লিচু বিক্রি! এক কেজি লিচু এক’শ টাকা     |     ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবসের অবস্থান কর্মসূচি     |     লালমনিরহাটে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্পেইন     |     নলডাঙ্গার পিপরুল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা     |     সুযোগ পেলে ভয়ংকর শকুনের থাবা দেবে বিএনপি: শাজাহান খান     |     রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন।     |     সুন্দরগঞ্জে সীল সম্বলতি ১’শ ব্যালট উদ্ধার     |     গাংনীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত     |