ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও খাবার বিতরণ


ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও খাবার বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে উপজেলার বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়৷
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধীদের এগিয়ে নিয়ে গিয়েছেন বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের হাত ধরে প্রতিবন্ধীরা এখন নানা ধরনের সুবিধা ভোগ করছে। তারা এখন আর বোঝা নয় বরং সম্পদে পরিণত হয়েছে৷
এ ছাড়াও প্রতিবন্ধীদেরকে কিভাবে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সব বিষয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামীতেও নৌকা মার্কাকে বিজয় করতে হবে।
এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।