ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে পুলিশ ক্যাম্প ইনচার্জ ক্লোজ

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-মাদকদ্রব্যের মামলার ভয়দেখিয়ে সোর্সের মাধ্যমে অর্থ আদায় বাণিজ্য করার অভিযোগে ঠাকুরগাঁওয়েরপীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোস্তফাকেপুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ সুপারের কার্যালয় থেকে একআদেশে তাকে ক্লোজ করা হয়।ওষুধ ব্যবসায়ী অনিল রায় জানান, পীরগঞ্জের বৈরচুনা বাজারের ভারতী ফার্মেসীনামে একটি ওষুধের দোকান রয়েছে তার। দীর্ঘদিন ধরে তিনি সেখানে দোকানকরেআসছেন। বৃহস্পতিবার বিকালে বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর পুলিশক্যাম্পের ইনচার্জ এস আই মোস্তফা এবংএএসআই শামসুজ্জোহা তার ওষুধেরদোকানে আসেন। কথাবার্তার এক পর্যায়ে তারা বলেন, ওষুধের দোকানেফেন্সিডিল আছে। এ কথা শুনে তিনি (দোকান মালিক) চ্যালেঞ্জ করেন এবংপুলিশকে দোকান তল্লাসি করে দেখার আহবান জানান। এরপর পুলিশ তার দোকানেরভিতরের একটি কাটুন দেখিয়ে দিয়ে সেটি খুলতে বলেন। দোকান মালিক ঐকার্টুনটি খুলতেই একটি ফেন্সিডিলের বোতল বেরিয়ে আসে। এতে হতভম্ব হনদোকান মালিক। এরপর দোকান মালিক অনিলকে পুলিশ ক্যাম্পে যেতে বলে ইনচার্জমোস্তফা। এরই মধ্যে পুলিশের সোর্স ইব্রাহীম এসে বিষয়টি মিটমাট করেদেওয়ার কথা বলে ৫ হাজার টাকা চায় দোকান মালিকের কাছে। দেন দরবারের একপর্যায়ে সন্ধায় ২ হাজার টাকা নিয়ে ইব্রাহীম ও পুলিশ কেটে পড়ে।দোকান মালিক বিষয়টি পরদিন শুক্রবার বৈরচুনা ইউনিয়ন আওয়ামীলীগনেতৃবৃন্দকে জানায়। এ নিয়ে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ইউনিয়নআওয়ামীলীগের কার্যালয়ে বৈঠক বসে। এতে ক্যাম্প ইনচার্জ মোস্তফা এবং এআই শামসুজ্জোহা, সোর্স ইব্রাহীম উপস্থিত ছিলেন। বৈঠকেসহ ইব্রাহীমের বিচার দাবী করে এবং আওয়ামীলীগের অফিসের ভিতরে তাদেরঅবরুদ্ধ করে রাখে। বৈঠক চলাকালে এক পর্যায়ে সোর্স ইব্রাহীম ঐ ওষুধব্যসায়ীকে ২ হাজার টাকা ফেরত দেয়। পরে থানার ওসি আমিরুজ্জামান ও উপজেলাআওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম ঘটনাস্থলে যায়। এ সময়জনতার মাঝে উত্তেজিত ভাব দেখে পরিস্থিতি সামাল দিতে সোর্স ইব্রাহীমকেআটক করে পুলিশ। পরে জগন্নাথপুর পুলিশ ক্যাম্পে থানার ওসি সহ উপজেলা পুজাউদযাপন পরিষদের নেতাদের উপস্থিতিতে আবারো বৈঠক হয়। বৈঠকে ইব্রাহীম সহপুলিশের ৯জন সোর্সের নাম উঠে আসে। পুলিশ সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থানেওয়া দাবী জানানো হয় বৈঠকে। কিন্তু থানার ওসি আমিরুজ্জামান পুলিশকেআড়াল করে শুধু সোর্সদের নামে মামলা করার কথা জানান।এ ঘটনা জানা জানি হলে রাতে পুলিশ ক্যাম্প ইনচার্জ মোস্তফাকে ঠাকুরগাওপুলিশ লাইনে ক্লোজ করা হয়। পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, ক্লোজনয়, মোস্তফাকে এসপি ডেকে পাঠিয়েছেন।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |