ঠাকুরগাঁওয়ে সারালি গ্রামে ৬টি ঘর আগুনে পুড়ে ছাই


মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে ১০ নং জামালপুর ইউনিয়ন সারালি গ্রামে, সুরেশের বাড়িতে ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়, নিমিষেই আগুন ছড়িয়ে পরে
সকিন, দেবারু, এবং কুমারেশের, বাড়ি সহ মোট ছয়টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
৮নম্বর ওয়ার্ড মেম্বার মোঃ সাদেকুল ইসলাম এবং স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির লোকজনের চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন ছুটে এসে এবং এলাকাবাসীর আপ্রাণ চেষ্টা এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সকিন চন্দ্র,হৃদয়বিদারক কন্ঠে বলেন আমাদের ঘরে নগদ ৫০হাজার টাকা সহ একটি এলইডি টিভি ,সাইকেল, ধান চাল সহ প্রায় ৩ লক্ষ টাকার মতো ক্ষতি গ্রস্ত হলাম এখন যে কি করি রাতে কোথায় ঘুমাবো ভেবে পাচ্ছি না আমরা এখন নিঃস্ব হয়ে গেলাম, এবং পাশাপাশি কুমারেশ এর বাড়িও পুড়ে ছাই হয়ে যায়।
বিনয়, রঞ্জন, হরিলাল বাবুকে পুড়ে যাওয়া ধান পরিষ্কার করতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের কান্নার আওয়াজে আকাশ ভারী হয়ে ওঠে, ১০ নং জামালপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী বলেন ,ইউনিয়ন পরিষদে আগুনেপুড়া কোন ফাউন্ড নাই তারপরও আমাদের পরিষদে একটা দরখাস্ত দিলে আমরা যথাসাধ্য তাদেরকে সাহায্য দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো এবং আমি নিজেও যাব ক্ষতিগ্রস্তদের দেখতে।