ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত-১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার  বালিয়াডাঙ্গী উপজেলার  সীমান্তে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে  মোঃ নুরুজ্জামান (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার ভোররাতে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই এলাকার পশ্চিম সোনামতী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান বালিয়াডাঙ্গী উপজেলার
আমজানখোর  ইউনিয়নের  রত্নাই গ্রামের তসলিম উদ্দিন ছেলে। তিনি ৪ সন্তানের জনক ছিলেন।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০বিজিবি) অধিনায়ক লে, কর্ণেল মোঃ তানজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা জানতে পারি, তিনি ভারত থেকে গরু চোরাকারবারীর মাধ্যমে গরু আনতে যায়। এসময় বিএসএফ গুলিতে তিনি গুরুতর আহত হয়ে পরে। পরবর্তিতে জানা যায় মারা গেছে।
এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হচ্ছে।
আমজানখোর  ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকালু ডোঙ্গা বলেন,  নুরুজ্জামান  গরু চোরাকারবারীর সঙ্গে জড়িত ছিলেন। শুনেছি গতকাল সোমবার রাতে ভারত সীমান্তের মধ্যে গুলি করে বিএসএফের সদস্যরা। মরদেহ ভারতের বিএসএফ ১৫২ সোনামতি ক্যাম্পে লাশ রয়েছে ।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |