ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান


ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল থেকে সদর উপজেলার নারগুন উচ্চ বিদ্যালয়ে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।
চিকিৎসা প্রদান কার্যক্রমটি দিনব্যাপী পরিচালনা করা হয়। মেডিসিন, গাইনি,চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চার শতাধিক অসহায়,দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষদের সেবা প্রদান করা হয়।
বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ নিয়ে ফেরার পথে বৃদ্ধা সালেহা বেওয়া বলেন,টাকার অভাবে বড় ডাক্তার দেখানো হয়না। আজ বিনা টাকায় ডাক্তার দেখিল। কিছু ঔষধ দিল আর বাকীগুলো কিনে নিতে বললো। আমার মত গরীব মানুষের উপকার হল।
ঠাকুরগাঁও সদর উপজেলার ১৬ নং নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সেবার মাধ্যমে আমাদের এলাকার মানুষেরা উপকৃত হলেন৷
বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেইন কামরুল আহসান বলেন, গ্রীষ্মকালীন মহড়ার পাশাপাশি জনকল্যাণমুখী কাজ হিসেবে চিকিৎসা সেবা প্রদানে আমরা খুশি। আমরা চেষ্টা করব এমন অসহায় ও দুস্থ মানুষদের মাঝে সেবা প্রদান করার৷