ঠাকুরগাঁওয়ে হাত-পা বেঁধে ও পলিথিনে মুড়িয়ে ফেলে রাখা হয়েছিল মাদ্রাসাছাত্রকে


ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় রহিদুল ইসলাম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে তার পরিবার ও স্থানীয়রা।
শনিবার (১২ আগস্ট) সকালে গেদুরা ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামে বাড়ির পাশে খড়ের গাদার কাছ তাকে উদ্ধার করা হয়। রহিদুল ইসলাম উপজেলার গেদুরা ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের সুলতান আলীর ছেলে। সে স্থানীয় ডাবরী গোরস্থান কওমি ও হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে।
রহিদুল ইসলামের মা রোজিনা বেগম জানান, ছেলে নিখোঁজ হলে চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে খড়ের গাদার পাশ থেকে হাত-পা বাঁধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
ডাবরী গোরস্থান কওমি ও হাফেজিয়া মাদ্রাসার প্রধান মওলানা আলী হোসেন বলেন, ‘শনিবার ভোর চারটার দিকে মাদ্রাসার সকল ছাত্রকে ঘুম থেকে তুলে দেয়া হয়েছিল। ওই মাদ্রাসাছাত্র বাথরুমে গিয়ে আর ফিরেনি। পরে জানতে পারি তাকে তার বাড়ির উঠান থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। পরে আমি তার বাসায় যাই।’
তিনি আরও বলেন, ‘ওই মাদ্রাসাছাত্রের সঙ্গে কথা বলে জানতে পারি, শনিবার ভোরে তাকে দুজন কালো বোরকা পরা মানুষ তুলে নিয়ে যায় এবং হাত-পা বেঁধে ও মুখে গামছা দিয়ে প্যাঁচিয়ে বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে তার মা ফজরের নামাজ পড়তে ওঠে ছেলেকে দেখতে পায়। আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’
এলাকাবাসিরা বলছেন, কে বা কাহারা হয়তো এলাকায় আতংক সৃষ্টি করার জন্য বা মাদ্রাসার সুনাম নষ্টের জন্যে এঘটনা ঘটিয়েছে।
হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান জানান, শনিবার সকাল ৯ টার দিকে ওই মাদ্রাসাছাত্রকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে কোনো মারধর বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। সে সুস্থ থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি প্রাথমিক তদন্ত করছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’