ঠাকুরগাঁওয়ে ১১ বছরের শিশুর লাশ উদ্ধার


ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার এক ভুট্টা ক্ষেত থেকে মুরাদ (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৪ মে) বেলা সাড়ে ১১ টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
মুরাদ সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পশ্চিম গিলাবাড়ি গ্রামের দারুল ইসলামের ছেলে। সে মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, মুরাদ গতকাল বুধবার (০৩ মে) বিকালে আসরের নামাজের পরে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা শিশুটির লাশ ভুট্টা ক্ষেতে দেখতে পায়। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।