ঢাকা, বুধবার, ২২শে মার্চ ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওসহ ৫ উপজেলায় প্রতিকূলতাকে মোকাবেলায়কৃষকরা শুরু করেছে বোরো রোপন

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা, হরিপুর, পীরগঞ্জ,বালিয়াডাঙ্গী, রানীশংকৈল, এই ৫ উপজেলার সর্বত্র বোরো বীজতলা ‘কোল্ড ইনজুরি’তে আক্রান্ত হতে শুরু হলেও সেসব প্রতিকূলতাকে মোকাবেলা করে কৃষকরা মাঠে বোরো রোপন শুরু করেছে।অনেক বীজতলার বোরো চারা পোড়া বা ঝলসানো রোগে আক্রান্ত হয়ে পরলে কৃষকরা কীটনাশক স্প্রেসহ নানা রকম পদ্ধতি অবলম্বন করে বীজতলাগুলোকে রক্ষা করেছে।ওই বীজতলা থেকে বীজ সংগ্রহ করে ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে শুরু হয়েছে বোরো ধানের চারা রোপন। চাষিদের মধ্যে বোরো আবাদ নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল তা ধীরে ধীরে অবসান হতে শুরু করেছে। বীজতলা রক্ষার জন্য কিছু কিছু বোরো বীজতলায় এখনো হরেক রকমের পলিথিন দিয়ে ঢেকে রেখেছে কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে ঠাকুরগাও জেলায় এ বোরো মৌসুমে ৬০ হাজার ৩১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ১২ হাজার ৯৪ হেক্টর ও উচ্চ ফলনশীল (উফশী) জাতের ৪৮ হাজার ২১৫ হেক্টর জমি।এ জন্য কৃষকরা তাদের ৪হাজার ৭৯২ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জেলার অধিকাংশ বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে হলুদ বর্ণ ধারণ করে শুকিয়ে মরে যাওয়া শুরু করলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চাষীরা স্থানীয়ভাবে এই বোরো বীজতলাগুলোকে রক্ষার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বীজতলাগুলোকে রক্ষা করেছে।সদর উপজেলার ভেলাজান গ্রামের বোরো চাষী আনোয়ার  বলেন, ‘এবার দুই একর জমিতে বোরো আবাদ করার সিদ্ধান্ত নিয়েছি। সে মোতাবেক আগাম প্রস্তুতি হিসেবে ১০শতক জমিতে বীজতলা তৈরি করেছি এবং বোরো রোপন শুরু করেছি।আগামী দু’ এক দিনের মধ্যে বোরো রোপন শুরু করব।বালিয়াডাঙ্গী উপজেলার ক্ষুদ্র মাছখুড়িয়া গ্রামের কৃষক মিস্টার জানান,গত আমন মৌসুমে আকস্মিক বন্যার ফলে ব্যপক ক্ষতি হয়েছে। সে ক্ষতি পোষাতে ১০ বিঘা বোরো আবাদের সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক বোরো বীজতলাতে বীজবপন করি। বোরো রোপন শুরু করেছি। তবে বৈদ্যুতিক যদি কোন লোডশেডিং না থাকে তাহলে আগামী ৭ দিনে আমার বোরো রোপন শেষ করতে পারবো।বাদ মিছিল গ্রামের সাদেকুল ইসলাম জানান,আমার এক মাত্র অর্থকরী ফসল হলো এই বোরো ধান। সারা বছরের ভাত, পরিবারের খরচ ও মেয়ের লেখাপড়ার খরচ এখান থেকেই হয়। তাই বোরো রোপন শুরু করেছি। আগামী ১৫ দিনের মধ্যে বোরো রোপন শেষ করতে পারবো।এ ব্যাপারে ঠাকুরগাও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শষ্য) কৃষীবীদ মো.শফিকুল ইসলাম বলেন, ‘দুই দফার তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জেলার কিছু কিছু বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হলেও শীত কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষি সম্প্রসারণের পরামর্শ মোতাবেক কৃষকরা তাদের বীজতলা রক্ষা করতে পেরেছে। এখন পুরোদমে চলছে বোরো রোপনের মৌসুম। আমরা আশা করছি এ বছর অন্যান্য বারের তুলনায় বোরোর ব্যাপক ফলন হবে।

You must be Logged in to post comment.

গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে রাণীশংকৈলে সংবাদ সম্মেলন     |     গাংনীতে সাংবাদিকবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর মতবিনিময় সভা     |     মাদারীপুরে হত্যা মামলায় ২৩ জনের ফাঁসি ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড     |     প্রধানমন্ত্রীর ঘর পেয়ে টাঙ্গাইলে ভূমি ও গৃহহীনরা পেল নতুন জীবন     |     শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন     |     এক স্কুলে পড়ে ১০ জোড়া যমজ ভাই-বোন      |     পরিষদ গঠনের ১৩ মাস পার না হতেই, স্বজনপ্রীতি, অনিয়ম, জন্ম সনদ গ্রহণে টাকা গ্রহণসহ নানা অভিযোগ গাংনীর সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউরের বিরুদ্ধে মেম্বরদের অনাস্থা ও পরিষদ বর্জনের ঘোষনা।     |     ঠাকুরগাঁওয়ে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আম     |     লালমনিরহাটে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা ও বাৎসরিক দোয়া মাহফিল     |     মেহেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি ছহিউদ্দীন বিশ্বাসের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালন     |