ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত


দুলাল হক,রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় বাইটার ক্রপ প্রোটেকশন (বাংলাদেশ) কোং লি: এর আয়োজনে ধানের ব্লাষ্ট এবং বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা দমন বিষয়ে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রুহিয়া কালিতলা বাজারে মের্সাস হবিবর ট্রেডার্স উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রান্তিক চাষী মোন্তাজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইটার ক্রপ প্রোটেকশন কোং লিমিটেড এর এম, ডি মিঃ গ্রেডি, হেড একাউন্স নাজমুল, ডিলার হবিবর রহমান,ইউনিয়ন উপ-সহকারী হুমায়ুন আকবর,রিযোনাল সেলস মেনেজার বদিউজ্জামান,
আবু আলী (ASM),শ্রী প্রদীপ কুমার( ASM), নজরুল ইসলাম (TSM)মোঃ সয়ন সিদ্দিকী( SMO)ও
অর্ধ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। প্রতিটি কৃষকের মাঝে মগ ও টি-শার্ট লটারির মাধ্যমে দোয়া হয়।
ধানের মাজরা পোকার জন্য ইমাটল২৫ এস সি,ব্লাষ্ট এর জন্য পালাদিন ৪০ এস সি,কারেন্ট পোকার জন্য রানমেট৭০ ডব্লিউডিজি।