ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায়  চলাচল ছিল স্বাভাবিক 

দুলাল হক, রুহিয়া  ঠাকুরগাঁও প্রতিনিধি:চলমান লকডাউনের সপ্তম দিনে এই মেঘলা আকাশে ঘরবন্দি থাকেনি মানুষ। রুহিয়া চৌরাস্তা, উত্তরা বাজার, পাটিয়াডাঙ্গী বাজার, ঢোলারহাট বাজার,আখানগর এলাকায় দেখা গেছে মানুষের সরব উপস্থিতি।
 রুহিয়া থানা এলাকার ঔষধ ও কাচামালের দোকান ছাড়া অন্যান্য সব দোকান বন্দ থাকলেও লোকজন ও যানবাহনের চলাচল ছিল স্বাভাবিক। পুলিশের টহল টিম মাঠে থাকলেও মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে। এখনো মানুষ মাস্ক ব্যবহার করছেননা এবং সামাজিক দুরত্ব বজায় রাখছেননা।
এক অটোচালক বলেন, গতকয়েকদিন ধরে ঘরে বসেছিলাম। এমন করে ঘরে বসে থাকলে খাবার যোগাড় করতে পারবো না। তবুও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে বের হয়েছি। সাথে আরও বেশ কজন চালক। লকডাউনেও কিছু অফিস, কর্মক্ষেত্র খোলা আছে তাই সকালে সড়কে মানুষের প্রচুর উপস্থিতি।
এ ব্যাপারে রুহিয়া থানার ওসি তদন্ত শহিদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রুহিয়া থানার ওসি সহ ৬ জন করোনা পজিটিভ । তার পরও আমরা সকলের সহযোগিতায় কাজ চালিয়ে যাচ্ছি। আমরা এলাকার লোকজনকে বুঝাচ্ছি এবং করোনার ভয়াবহতা সম্পর্কে বলতেছি। ততক্ষণ তারা লুকিয়ে দেখছে আমাদের সাথে লুকোচুরি করতেছে। এটাকে সামাল দেয়া একটু কষ্ট হয়ে যাচ্ছে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |