ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শ্রমিকের ছোড়া আলতাতরায় ঝলসে গেছে শিশুর পা


নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় শ্রমিকের ছোড়া আলকাতরায় ঝলসে গেছে নয়ন (১০) নামে এক শিশুর পা। সে বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে ভেলারহাট থেকে বেরিষ্ট্রার পর্যন্ত ৩কিঃ মিঃ রাস্তা পাকা করন কাজ দেখতে যায় নয়ন। সে উৎসুক জনতার ভীড়ে থাকাকালীন সময়ে ঠাকুরগাঁও শহরের ঠিকাদার রামবাবুর নিয়োজিত সন্তোষ নামে এক শ্রমিক জুতায় গরম আলকাতরা মাখিয়ে ছুড়ে মারে। এ সময় ভিরের ভিতরে থাকা নয়নের ডান পা ঝলসে যায়। ওই এলাকার নয়নের ফুপুর বাড়ি হওয়ায় সেখানে সে বেড়াতে গিয়েছিল। সে পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের মাহাতপাড়ার হাফিজুলের ছেলে বলে জানা যায়।
এ ব্যাপারে সাব ঠিকাদার আনিসুর ও সহযোগি রিপন জানান, বিষয়টি পুলিশের উপস্থিতিতে মিমাংসা হয়েছে। রুহিয়া থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।