ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত


ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (২৮) নামে মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধায় রুহিয়া-ঠাকুরগাঁও সড়কের ঢোলারহাটের উত্তর বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ পাশ্ববর্তী আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়ার হবিবর রহমানের পুত্র বলে জানা যায়। সে ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে হন। নিহত আরিফ হোসেন আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারের ফল ব্যবসায়ি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে অটোরিক্সাটি আটক করে থানায় নিয়ে গেলেও চালককে আটক করতে পারেনি। এ ব্যাপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মটরসাইকেলটিও পুলিশের জিম্মায় রয়েছে।