ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি’র নেতৃত্বে লিটু-আসাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও দ্য ডেইলি অবজার্ভার পত্রিকার আসাদুজ্জামান আসাদ’কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নতুন কমিটির ঘোষনা দেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইমরান হোসেন।

বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী রেজাউল করিম প্রধান পেয়েছেন ১৮ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে দ্য ডেইলি অবজার্ভার পত্রিকার ঠাকুরগাঁও [প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ২৩ ভোট। তার প্রতিদ্ব›দ্ধী সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল পেয়েছে ১৮ ভোট।

ভোট শেষে নব নির্বাচিত সভাপতিকে ১০ হাজার টাকার মালা পড়িয়ে দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় গণমাধ্যমর্কীরা।

কমিটির অন্য বিজয়ীরা হলেন- ২৮ ভোট পেয়ে সহ-সভাপতি হয়েছেন বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুন উর রশীদ মিন্টু। ২৩ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন সোহেল রানা সাঈদ। ১৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুজিবুর রহমান। ২৪ ভোট পেয়ে দপ্তর সম্পাদক হয়েছেন সোহেল তানভির। ২৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হয়েছেন আব্দুল কাদের জিলানী। ২৪ ভোট পেয়ে প্রচার ও তথ্য সম্পাদক হয়েছেন আরিফুজ্জামান আরিফ। ২২ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ইব্রাহীম আলম। কার্যকারী ৪ জন সদস্য হলেন-আজম রেহমান, আখতারুজ্জামান, সাইদুর রহমান, এনএম নুরুল ইসলাম।

উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্বে ছিলেন প্রভাষক অরুণ কুমার রায়, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মজিবর রহমান খান। মোট ভোটার সংখ্যা ৪১ জন। ভোট সম্পূর্ন কাষ্ট হয়েছে।

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |