ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ভাংচুর করে জমি দখল


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্ন করে দোকান ভাংচুর করে জমি দখল করার অভিযোগ। ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঠাকুরগাঁও তেলিপাড়া এলাকার রাস্তা সংলগ্ন নজরুলের হোটেল ও দোকান ঘর ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায় বাদী নজরুলের অভিযোগ।অভিযোগ সূত্রে জানা যায় ক্রয় সূত্রে নজরুল ইসলাম দীর্ঘদিন যাবত হোটেল ব্যবসা পরিচালনা করিয়া জীবিকা নির্বাহ করিয়া আসিতেছে। হঠাৎ করিয়া বিগত কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন জমি পাইবে বলিয়া জমি বেদখল করিবার হুমকি প্রদান করিতে থাকে। এমতাবস্থায় ক্রয়কৃত জমির মালিক নজরুল ইসলাম গত ১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে আদালতে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা বিধান মতে নিষেধাজ্ঞা আরোপ করে। তারই প্রেক্ষিতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হইয়া গত ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ইং তারিখে জমিসহ দোকান দখলের প্রচেষ্টা চালায় এবং দোকানে মারপিঠসহ ভাংচুর চালায় এবং একপর্যায়ে দোকান ঘরে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর জানালে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। যার দরুন গত ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ইং তারিখে ঠাকুরগাঁও সদর থানায় নজরুল ইসলাম বাদী হইয়া এজাহার দায়ের করেন। যা থানার ডিউটি অফিসার গ্রহণ করেন। বাদী পক্ষের লোকজন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল দুপুর ১২টার সময় ৮-১০জন লোকজন লইয়া দোকানের সমস্ত মালামাল লুট করে নেয় এবং নিশ্চিহ্ন করিয়া ফেলে। বাদীর অপূরনীয় ক্ষয়ক্ষতিতে প্রশাসনের আইনের সুধিজনের দৃষ্টি আর্কষণ করিয়া বিচারের প্রার্থনা করিয়াছে।