ঠাকুরগাঁওয়ে আবহাওয়া পরিবর্তন, ফাল্গুণের ছোয়া আম গাছে সোনালী মুকুল


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে গাছ পালাতেও । মাঘমাসের শীত প্রবাহ শেষে এসে গেছে ফাল্গুন,গাছে গাছে আমের মুকুল মৌসুমী ও সুস্বাদু ফল প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করেছে। ঠাকুরগাঁওয়ে শহর ও গ্রাম অঞ্চলে আম বাগানে বাড়ীর উঠানে রাস্তার পার্শে এখন চারদিকে গাছ-গাছালি যেন নতুন পাতা আর রঙে সাজিয়ে নিচ্ছে নিজেদের মত। এতে থেমে নেই আম গাছ গুলোতে,গাছে গাছে ধরেছে আমের মুকুল। যেন প্রকৃতিতে এক রূপের সমারোহ আমের মুকুল।সরেজমিনে দেখা যায়, সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও শহরের ও গ্রামের বেশির ভাগ মানুষ আমের বাগান গুলোতে গাছে গাছে আমের মুকুলের যত্নে কীটনাশক স্প্রে, পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। স্থানীয় জাতের মধ্যে ’নাকফজলী’ সুবর্ণরেখা, সুরমাফজলী, ক্ষিরশাপাত, আম্রপালি, আশ্বিনা, গোপালভোগ, নেংড়া আম বেশ জনপ্রিয়। আম বাগানের আম চাষিরা লাভ ও ফল পাওয়ার আশায় দিন ভর পরিশ্রম করছে, ভরপুর হয়ে উঠতে শুরু করছে আমের মুকুল।সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের গ্রামের আশে পাশের এলাকায় এখন আম গাছের দিকে তাকালেই দেখা যাচ্ছে শুধুই আমের মুকুল।ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাউদুদুল ইসলাম এর সাথে সাক্ষাৎ করা হলে তিনি সংবাদগ্যালারি.কম কে জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলনের আশা করেন তিনি।