ঠাকুরগাঁওয়ে আবারও ৭৯ বস্তা চাল লুট


ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও আবারও হাস্কিং মিল থেকে ৭৯ বস্তা চাল লুটের ঘটনা ঘটেছে। জানা যায়, সদর উপজেলার শীবগঞ্জ আমতলী অনন্যা হসকিং মিলে রোববার রাতে ৮/১০ জনের একদল দুবৃত্ত জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা মিলের নৈশ প্রহরী মশির উদ্দিনকে জিম্মি করে পিকআপে করে ৮৯ বস্তা স্বর্ন চাল নিয়ে চম্পট দেয়। রাতেই মশির উদ্দিন ঘটনাটি মিল মালিক আনোয়ার হোসেনকে জানান। সোমবার আনোয়ারা হোসেন এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। উল্লেখ্য যে, গত ২৬ জানুয়ারি সদর উপজেলার আকচা কাশিডাঙ্গায় আব্দুল হালিমের হাস্কিং মিল থেকে ১শ বস্তা চাল লুট হয়। দুবৃত্তরা মিলের নৈশ প্রহরীকে অচেতন করে ওই চাল লুট করে। একের পর এক চুরির ঘটনায় ঠাকুরগাঁওয়ের হাসকিং মিল মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।