ঠাকুরগাঁওয়ে আবারো ডাকাতি, ২ লাখ টাকার মাল লুট ।

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাও জেলায় আবারো দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা একটি হাস্কিং মিলেরন নৈশ প্রহরীকে বেঁধে রেখে শতাধিক বস্তা ধান ও চাল লুট করে নিয়ে গেছে। ২৩ মার্চ শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার রুহিয়া সবুজ সাথী হাসকিং মিলে এ ঘটনা ঘটে।
হাসকিং মিলের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে একদল ডাকাত তার হাসকিং মিলে হানা দেয়। ডাকাতেরা নৈশ প্রহরী সানুকে আটকে রেখে ১০৪ বস্তা ধান এবং ৩২ বস্তা চাল লুট করে নিয়ে যায়। লুন্ঠিত মালের দাম প্রায় ২ লক্ষাধিক টাকা।
নৈশপ্রহরী সানু জানায়, ডাকাতেরা লুষ্ঠিত ধান চাল একটি ট্রাকে করে লুট করে নিয়ে যায়। ডাকাতেরা তার চোখমুখ বেধে রাখলেও গাড়ি স্টার্ডের শব্দ তিনি বুঝতে পেরেছেন ।শনিবার সকালে রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি প্রদীপ কুমার রায় জানান, সবুজ সাথী মিল মালিকের সঙ্গে অনেকের লেনদেন রয়েছে। কাজেই ঘটনাটি ডাকাতি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
উল্লেখ ১২ মার্চ দিবাগত রাতে একদল ডাকাত ঠাকুরগাঁও -২ আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলামের বাসায় হানা দেয়।ডাকাতেরা নৈশ প্রহরী দবিরুল ইসলাম ওরফে দারাজুল ইসলামকে একটি কক্ষে আটক করে রেখে বাসায় চড়াও হয়।তারা ভবনের ৮টি রুম তছনছ করে ।
এছাড়াও ডাকাতেরা এমপি দবিরুল ইসলামের স্ত্রী মমিনা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিহিত গলার চেইন ও হাতে থাকা স্বর্ণের বালাখুলে নেয়। পরে ডাকাতেরা আলমিরাসহ বিভিন্ন ড্রয়ারভেঙ্গে স্বর্ণলংকারসহ মালামাল