ঠাকুরগাঁওয়ে খেলার মাঠ রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ


ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নয়া গড়েয়া হাট শতবর্ষী ফুটবল খেলার মাঠটি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে ব্যবসায়ীদের উপর মিথ্যা মামলা, ব্যবসায়ীদের গ্রেফতার ও খেলার মাঠ রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে শহরের গড়েয়া বাজারে গড়েয়া হাট ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় লোকজনের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ করা হয়।
প্রতিবাদ সমাবেশে মুঝারুল ইসলাম লাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গড়েয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজুয়ানুল ইসলাম রেদো, সাবেক জেলা পরিষদের সদস্য মারুফ হোসেন, ১নং ওয়ার্ড গড়েয়া আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী, গড়েয়া ১ নং ওয়ার্ড মেম্বার মঞ্জুরুল ইসলাম আপেল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শরিফ আহ্ম্মেদ শাহ্।
উক্ত প্রতিবাদ সমাবেশে মাঠ দখল, ব্যবসায়ীদের উপর মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় লোকজন।
এসময় বক্তারা বলেন, আমাদের বাপ দাদার আমল থেকে গড়েয়ার এই ঐহিত্যবাহী ফুটবল মাঠ আমরা দেখে আসছি। হঠাৎ করে কয়েকজন এসে মাঠ দখলে নিতে চায়। তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের গ্রামবাসী ও ব্যবসায়িদের হয়রানি করতেছে। আমরা এটার সঠিক বিচার চাই। আমরা আমাদের মাঠের ঐতিহ্য বজায় রাখতে চাই।
তারা আরো বলেন, মাঠ দখল করাকে কেন্দ্র করে কয়েকদিন পর পর মাড়ামাড়ি হয়। আর যারা মাঠ দখল করতে আসছে তারাই আবার মামলা দিচ্ছে। মাঠের দাবি করছেন যিনি তিনি ব্যবসায়িদের নামে মামলা দিয়েছে। আমাদের দুজন ব্যবসায়িকে পুলিশ ধরে নিয়ে যায়। আমরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং আমাদের ব্যবসায়ি বন্ধুদের দ্রæত ছেড়ে দেওয়ার জন্য আজ এই প্রতিবাদ সমাবেশ করছি।