ঢাকা, মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে খেলার মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ঐতিহ্যবাহী শতবর্ষী ফুটবল খেলার মাঠ রক্ষার দাবিতে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে গড়েয়া মাঠের আশে পাশের কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা মাঠে উপস্থিত হয়ে খেলাধুলা করে এবং এই মানববন্ধন করে।

এসময় কয়েকজন শিক্ষার্থি সাব্বির, রাব্বি, মিঠুন, সবুজ তাদের ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। তারা বলেন এই মাঠে আমরা ছোট থেকে খেলাধুলা করি। আশেপাশের কয়েকটি স্কুলের বাচ্চারা আমরা এখানে খেলাধুলা করি। এছাড়াও এই মাঠে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের খেলার মাঠ দখল হয়ে গেলে আমরা আর কোথায় খেলাধুলা করবো। গত কয়েকমাস থেকে মাঠটি দখলের জন্য মাড়ামাড়ি হচ্ছে। আমাদের বাবা, চাচাদের নামে মামলা করা হয়েছে। তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমরা এর সুষ্ঠ সমাধান চাই।

এই মাঠে আমরা খেলাধুলা করা অধিকার চাই। আমরা চাই আমাদের পরিবারের উপর থেকে সকল মামলা তুলে নেওয়া হোক এবং আমাদের মাঠে আমাদের খেলাধুলা করতে দেওয়া হোক এটাই আমাদের দাবি।

শিক্ষার্থীদের অভিভাবক মমতা রাণী বলেন, আমাদের বাপ দাদার আমল থেকে গড়েয়ার এই ঐহিত্যবাহী ফুটবল মাঠ আমরা দেখে আসছি। এখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়। হঠাৎ করে কয়েকজন এসে মাঠ দখল নিতে চায়। তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের গ্রামবাসীকে হয়রানি করতেছে। আমরা এটার সঠিক বিচার চাই। আমরা আমাদের মাঠের ঐতিহ্যেতা বজায় রাখতে চাই।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান বলেন, মাঠটি নিয়ে মামলা চলমান রয়েছে। মামলার রায় পাওয়ার পরেই ব্যবস্থা গ্রহন করা হবে।

You must be Logged in to post comment.

রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |     গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত     |     কীটনাশক ব্যবহার করেও পোকা দমন করা যাচ্ছে না টাঙ্গাইলে ভুট্টায় পোকার আক্রমণ! দিশেহারা কৃষকরা     |     ঘাটাইলে অটোরিক্সা মোটর সাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত     |     ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশী নিহত     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসের সমর্থকদের উপর হামলা: আহত ৩     |     মেহেরপুরে শিল্পকলা একাডেমির গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত     |     গাংনীতে ভ্রাম্যমান আদালতে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে জামাই শ্বশুরের জরিমানা     |