ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে মার্চ ২০২৩ ইং | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে গমের ভাল ফলনের সম্ভাবনা

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা পতিনিধি,শীতের প্রভাব দীর্ঘদিন থাকায় দেশের এক-তৃতীয়াংশ গম উৎপাদনকারী জেলা ঠাকুরগাঁওয়ের গম চাষিদের মুখে হাসি ফুটেছে। এবার এখানে গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও সংশ্লিষ্টরা। স্বল্প সময় এবং লাভ বেশি হওয়ায় দিন দিন গম চাষীর তালিকা বেড়েই চলেছে। জেলার কৃষকদের কাছে গম একটি লাভজনক ফসলে পরিণত হয়েছে।এ মৌসুমে ২ লাখ ২৭ হাজার ২১৪ মেট্রিক টন গম উৎপাদনের আশা করছে কৃষি অধিদফতর। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ জুড়ে গমের আবাদ হয়েছে। বর্তমানে ফসলী মাঠ ভরে গেছে সবুজ সমারোহে। তাই ঠাকুরগাঁওয়ে এ বছর গমের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।ঠাকুরগাঁও সদর উপজেলার দেবী গ্রামের কৃষক আশরাফুল ইসলাম জানান, গম চাষাবাদ খুব সহজ এবং স্বল্প সময়ে অধিক লাভজনক ফসল। তিনি এবছর ২৫ শতক জমিতে গমের আবাদ করেছেন। গত বছরের তুলনায় এ বছর ভালো ফলন হবে বলে তিনি আশা করছেন।হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের চন্দ্র মোহন বলেন, গম চাষাবাদে খরচ এবং রোগ বালাই খুব কম হয় । এবছর আমি দুই একর জমিতে চাষ করেছি, ফলন ভাল হয়েছে।বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী গ্রামের আলমগীর হোসেন জানান, এক বিঘা মাটিতে গম চাষে ৬-৭ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘা মাটিতে কমপক্ষে ১১-১৪ মণ গম উৎপাদন হয়। গমের মূল্য প্রতিমণে ১ হাজার টাকা হলেই ভাল লাভ হবে কৃষকের।বালিয়াডাঙ্গী উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার তপন মাহমুদ বলেন, কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরণের সহযোগিতা পরামর্শ দেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (শষ্য) কৃষিবিদ মো. সফিকুল ইসলাম জানান, যেখানে শীত যত দীর্ঘ হবে সেখানে গমের আবাদ তত ভালো হবে। এ বছর শীত দীর্ঘ হওয়ায় এ জেলায় গমের বাম্পার ফলন আশা করছি। গত বছরের তুলনায় এ বছর আরো অনেক বেশি গম উৎপাদন হবে বলে আমি আশাবাদী।

You must be Logged in to post comment.

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু     |     মেহেরপুরে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় বাবা ছেলে জখম     |     গাংনীতে কাজীপুর মুক্তিযোদ্ধাদের ৮ কবর স্মৃতি সৌধস্থল পরিদর্শন করলেন ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু     |     টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু     |     ছাত‌কে গো‌বিন্দগঞ্জ ক‌লে‌জে অ‌বৈধ অধ্যক্ষ অপসার‌নের দা‌বি‌তে মানবন্ধন      |     মেহেরপুরে মাটি বহনকারী ট্রলির চাপায় শিশু নিহত     |     টাঙ্গাইল-৪ আসন ভিআইপি প্রার্থী লতিফ সিদ্দিকী দুই দলের বিষফোঁড়া     |     ডোমারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত     |     কোটচাঁদপুর জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৯!     |     বগুড়ার শেরপুরে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়ে ফিলিং স্টেশনের মালিক লাপাত্তা     |