ঠাকুরগাঁওয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০১৮ উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শিক্ষা র্যালি


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দিক্ষা” এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে ৬ মার্চ সকাল ১১ টায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০১৮ উদ্যাপন করা হয়।
দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস একটি বর্ণাঢ্য র্যালি ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে শুরু হয়ে ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ ঠাকুরগাঁও শহরের শত শত শিক্ষক এবং শিক্ষার্থীরা।
দিবসটি জেলা প্রাথমিক শিক্ষা অফিস বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন ভাবে উদ্যাপন করে।