ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ট্রলিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে বদরুল ইসলাম(৩৫) নামে এক ট্রলিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার চাপোর এলাকায় একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিহতের স্বজনদের দাবি কিছুদিন আগে উপজেলার মল্লিকপুর মালিপাড়ার হুমায়ুন কবির নামের এক ব্যক্তি হত্যার হুমকি দিয়েছিলেন বদরুলকে। আর পুলিশ বলছেন করা হচ্ছে তদন্ত,জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে।
পরিবারের স্বজনেরা জানান, শনিবার রাতে বাসা থেকে বরে হয়ে পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি এলাকার সফিজুল ইসলামের ছেলে বদরুল ইসলাম। এরপর রাতে তার পরিবারের স্বজনেরা একাধিকার ফোন করলেও ফোনটি ধরেননি তিনি। রাত পোহালেই সকালে পরিবারের স্বজনেরা জানতে পাড়েন পীরগঞ্জ উপজেলার চাপোর এলাকায় একটি আমার বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পরিবারের স্বজনেরা। বাাড়িতে নেমে পড়ে শোকের মাতম।
স্বজনদের দাবি কিছুদিন আগেই উপজেলার মল্লিকপুর মালিপাড়ার হুমায়ুন কবির নামের এক ব্যক্তি হত্যার হুমকি দিয়েছিলেন বদরুলকে। এই ঘটনার সুষ্টু তদন্তের মাধ্যমে হত্যাকারীর ফাঁসি চায় পরিবারের স্বজনেরা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও এডিশনাল এসপি রাজিয়া সুলতানা ও সিআইডি‘র একটি টিম। খুন করে মরদেহ আমবাগানে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও যানান পুলিশ। বিষয়টি নিয়ে চলছে তদন্ত। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হুমাইয়ুনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশ।

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |