ঠাকুরগাঁওয়ে ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা


মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি , ঠাকুরগাঁওয়ে ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি–বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে শহরের জগন্নাথপুর এলাকায় জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন চত্বরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ–সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, রংপুর সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আখতার হোসেন বাদল, জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি মাহবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড শ্রমিক ইউনিয়নের আইন উপদেষ্টা ইমরান হোসেন চৌধুরী, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া প্রামানিক, জেলা পরিষদের সদস্য মারুফ হোসেন, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুদ্দীন, সাধারণ সম্পাদক ভুট্টু মিয়া প্রমুখ।বক্তারা এ সময় ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের কাজ করার আহবান জানান এবং দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন।