ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ডিসির বদলি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিন রাস্তায় সাধারণ মানুষ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের বদলি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের অদূরে অবস্থিত বিসিক শিল্পনগরী এলাকায় জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালিত হয়। টানা দ্বিতীয় দিনের মতো উক্ত কর্মসূচিসমূহে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গতকালের কর্মসূচিতে ঊর্ধ্বতন মহলের টনক না নড়ায় আমরা আজ পুনরায় গতকালের কর্মসূচিসমূহ পালন করছি।
জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল সততা ও নিষ্ঠার মাধ্যমে আমাদের মন জয় করেছেন। তিনি মানবতার শিক্ষক। আমরা ঠাকুরগাঁওবাসী এই বটগাছ বা মাথার ছায়া সমতুল্য অবিভাবককে হারাতে চাই না। এসময় শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, জেলা প্রশাসকের বদলি বাতিল’, ‘ঠাকুরগাঁওয়ের উন্নয়ন অব্যাহত রাখার জন্য জেলা প্রশাসকের বদলি বাতিল চাই’, ‘জেলা প্রশাসক আপনাকে জেলার মানুষ ভালোবাসে’, ‘মানবিক জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলার মানুষ আপনাকে চায়’, ‘ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য রক্ষা করার জন্য জেলা প্রশাসকের বদলি বাতিল চাই’ সহ বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানাতে থাকে। এক পর্যায়ে তারা ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের মাঝখানে বসে অবস্থান নেয়। এসময় প্রায় এক ঘণ্টা সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সড়কের দুইদিকে গাড়ি চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের নেতাকর্মীরা এসে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের ২২ জেলা প্রশাসককে রদবদল করা হয়। ঠাকুরগাঁওয়ের বর্তমান জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালকে যশোর জেলায় বদলির আদেশ জারি করা হয় এবং বস্ত্র ও পাট মন্ত্রীর একান্ত সচিব আখতারুজ্জামানকে ঠাকুরগাঁওয়ের নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |