ঠাকুরগাঁওয়ে তারেক রহমান’কে গ্রেপ্তারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃযুক্তরাজ্যে বিএনপি-জামায়াত কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা, দূতাবাসে হামলাকারী ও সাজাপ্রাপ্ত আসামী তারেক জিয়াকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।এরপর সেখানে সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফিজুর রহমান রিপন, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সিনিয়র সহ সভাপতি কোরবান আলী সরকার, সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক আলী, বেলাল হোসেন স্বপন, আরাফাত রহমান লিয়েন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, রাজিউর রাজু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ প্রমুখ।