ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপি বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে শনিবার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভুল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোঃ আখতারুজ্জামান।এসময় আরো বক্তব্য রাখেন, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ই আলম ছিদ্দীকি মুক্তি, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, বড়গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার সিংহ, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, দেবিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শুখানপুকুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসর রহমান প্রমুখ।আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আখতারুজ্জামান সহ অন্য অতিথিরা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাথীদের হাতে পুরস্কার তুলে দেন।