ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু


মজিবর রহমান শেখ ঠাকুরগাও জেলা প্রতিনিধি : “মোবাইলে তথ্য সেবা পাঠানো যায় মানি, বাঁচলো সময় বাঁচলো খরচ কমলো পেরেশানি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ঠাকুরগাঁওয়ে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা।
শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে রঙিন বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই -এর মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল ইসলাম প্রমূখ। বক্তাগন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে উদ্ভাবক সৃষ্টিতে সকল সহায়তার ঘোষণা দেনমেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের শাতাধিক ডিজিটাল উদ্ভাবনী স্টল প্রদর্শন করা হ্েচ্ছ। এছাড়া মেলার মঞ্চে প্রতিদিন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।