ঠাকুরগাঁওয়ে দিনেদুপুরে মটরসাইকেলসহ ৫১ হাজার টাকা ছিনতাই


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ছেপরীকুড়া গ্রামের ফুটানি বাজার এলাকায় দিনেদুপুরে মটরসাইকেলসহ ৫১ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশি হস্তক্ষেপে ছিনতাই হওয়া মটরসাইকেলটি উদ্ধার হলেও টাকা উদ্ধার ও ছিনতাইকারিদের আটক করা সম্ভব হয়নি।অভিযোগকারী বালিয়াডাঙ্গী থানাধীন বেংরোল জিয়াবাড়ী এলাকার হবিবর রহমানের ছেলে হাসান আলী জানান, তার পিতা ঠাকুরগাঁও শহরের সিটি ক্লিনিকে গোল ব্লাডার অপারেশন করায় ঔষধের ও ক্লিনিকের খরচ বহনের জন্য ৫১ হাজার টাকা সহ তার ভগ্নিপতি উপারুল ইসলামকে নিয়ে শনিবার(১৭ ফেব্রুয়ারী) আনুমানিক বিকাল পাঁচটার দিকে বাড়ী থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন।পথিমধ্যে ছেপড়ীকুড়া গ্রামের ফুটানি বাজার অতিক্রমকালে কয়েকজন যুবক তাদের পথরোধ করে তাদের ব্যবহৃত মটরসাইকেলটি লাথি মেরে ফেলে দেয়।এতে তারা বাঁধা দিতে গেলে তারা দুজনকেই মারধর করতে থাকে।এ সময় চিৎকার দিলে ছিনতাইকারিরা হাসানের গলা চেপে ধরে জোর পুর্বক পকেট থেকে ৫১ হাজার টাকা বের করে নেয় ও মটরসাইকেলটি নিয়ে চম্পট দেয়।পরে ঘটনাস্থল থেকে হাসানের ভগ্নিপতি তাদের এলাকার ইউপি চেয়ারম্যান আ: সালামকে পুরো ঘটনা জানালে তিনি সদর থানায় যোগাযোগ করে ঘটনাস্থলে পুলিশ ভ্যান পাঠান।পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে ৫০০গজ দুরে মটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।পরে পুলিশ মটরসাইকেলটি উদ্ধার করে হাসানের জিম্মায় দিলে ভগ্নিপতি উপারুল মটরসাইকেল চালিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন।এ ব্যাপারে হাসান আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।আসামীরা হলেন- রুবেল ইসলাম(৩৩), মো: লিটন(২৫), মো: বাবলু(৩০) ও মো: সহিদুল(৩৮)।সকলের সাং-বড় বেংরোল,ঠাকুরগাঁও সদর।সত্যতা নিশ্চিত করেছেন দূওসুও ইউপি চেয়ারম্যান আ: সালাম ও সদর থানার এসআই বেলাল।